Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

সেবা সমূহঃ

১।     বেকার যুবদের দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ কোর্স দেওয়া হয়। যেমন-

        ক) গবাদিপশু হাঁস-মুরগি পালন, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স।

        খ) পোশাক তৈরি প্রশিক্ষণ কোর্স।

        গ) কম্পিউটার বেসিক প্রশিক্ষণ কোর্স।

        ঘ) ইলেকট্রিক্যাল এন্ড হাউজওয়ারিং প্রশিক্ষণ কোর্স।

        ঙ) রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং প্রশিক্ষণ কোর্স।

        চ) ইলেকট্রোনিক্স প্রশিক্ষণ কোর্স।

        ছ) ব্লক, বাটিক ও স্কীন প্রিন্টিং প্রশিক্ষণ কোর্স।

২।     যুবদের প্রশিক্ষণ ও অন্যান্য বিষয়ক সকল কার্যাদি।

৩।    উন্নয়নমূলক কাজে যুবদের স্বেচ্ছায় অংশগ্রহণে উৎসাহিত করা।

৪।     নির্দিষ্ট প্রকল্পের জন্য অর্থ মঞ্জুরী।

৫।     যুব পুরস্কার প্রদান।

৬।    যুবদেরকে দায়িত্বশীল, আত্মবিশ্বাসী এবং অন্যান্য মানবিক গুণাবলী অর্জনে উৎসাহ প্রদানের জন্য কর্মসূচী গ্রহণ।

৭।     বেকার যুবদের জন্য কর্মসংস্থানের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ।

৮।    জাতীয় উন্নয়ন কর্মকান্ডে বেকার যুবদের সম্পৃক্ত করা।

৯।     যুবদের গণশিক্ষা কার্যক্র, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, পরিবেশ উন্নয়ন, সম্পদ সংরক্ষণ ইত্যাদি আর্থ-সামাজিক কার্যকলাপে সম্পৃক্তকরণ এবং সমাজ বিরোধ কার্যকলাপ, মাদক দ্রব্যের অপব্যবহার, এইচআইডিভ-এইডস্ এবং এসটিডি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।

১০.  সংগঠন তালিকাভূক্তিকরণ করা হয়।